ভারতকে ঘিরে ফেলতে নয়া ছক! পাকিস্তান-বাংলাদেশ সামরিক জোট ও ঘাঁটি তৈরির বিষ্ফোরক প্রস্তাব পিএমএল নেতার

বাংলাদেশে চলমান অস্থিরতার মধ্যেই এবার আগ বাড়িয়ে সরাসরি ভারতকে হুমকি দিল পাকিস্তান। সেদেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দল ‘পাকিস্তান মুসলিম লীগ’ (পিএমএল)-এর যুব শাখার নেতা কামরান সাঈদ উসমানি বিষ্ফোরক দাবি করেছেন যে, ভারতের তথাকথিত ‘অখণ্ড ভারত’ মতাদর্শ রুখতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সামরিক জোট গঠন করা উচিত। মঙ্গলবার একটি ভিডিও বিবৃতিতে তিনি সাফ জানান, বাংলাদেশের সার্বভৌমত্বে ভারত আঘাত হানলে চুপ করে বসে থাকবে না পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র।

উসমানি ভারতকে সতর্ক করে বলেন, “যদি কেউ বাংলাদেশের দিকে খারাপ নজরে তাকায়, তবে মনে রাখবেন পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং আমাদের মিসাইল খুব একটা দূরে নেই।” তাঁর প্রস্তাব, ভারত রক্ষায় পাকিস্তান ও বাংলাদেশের একে অপরের ভূখণ্ডে সামরিক ঘাঁটি স্থাপন করা উচিত। এর ফলে আরব সাগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত কৌশলগত নিয়ন্ত্রণ শক্তিশালী হবে এবং সিপিইসি (CPEC)-এর সঙ্গে বাংলাদেশের বন্দরগুলিকে যুক্ত করা সম্ভব হবে।

বিবৃতিতে উসমানি আরও এক ধাপ এগিয়ে দাবি করেন, পাকিস্তান পশ্চিম দিক থেকে এবং বাংলাদেশ পূর্ব দিক থেকে ভারতকে আক্রমণ করলে এবং চিন লাদাখ ও অরুণাচল সীমান্ত সচল রাখলে ভারত কঠিন সংকটে পড়বে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশকে ‘বিরক্ত’ করছে বলেও তোপ দাগেন তিনি। নয়াদিল্লি এই ধরনের মন্তব্যকে বিশেষ গুরুত্ব না দিলেও, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের এই উস্কানিমূলক বয়ান দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।