৩৫ টাকার ম্যাজিক! রাতারাতি কোটিপতি বর্ধমানের চা বিক্রেতা জলি, অভাবের সংসারে এখন লক্ষ্মীর বাস!

লটারির টিকিট তো অনেকেই কাটেন, কিন্তু ক’জনের ভাগ্য এমনভাবে ঘোরে? ভাগ্যদেবী কখন কার দিকে মুখ তুলে চান, তা বোঝা দায়। ঠিক যেমনটা ঘটল পূর্ব বর্ধমানের রায়নার জলি বিষয়ীর সঙ্গে। পেশায় চা বিক্রেতা জলি এখন কোটিপতি। মাত্র ৩৫ টাকার লটারি টিকিটই রাতারাতি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।
মাধবডিহি থানার কাইতি এলাকার রায়নার উচালনের বাসিন্দা জলি বিষয়ী। স্বামী কাজ করেন চালকলে, আর জলি নিজে চায়ের দোকান সামলান। দু-কামরার ভাড়াবাড়িতে দুই সন্তানকে নিয়ে চলত তাঁদের অভাবের সংসার। নুন আনতে পান্তা ফুরনোর এই সংসারে মাঝেমধ্যেই লটারি কাটতেন জলি। তবে বড় কোনো পুরস্কার কোনোদিন জোটেনি। গত শনিবারও অভ্যাস বশে একটি টিকিট কেটেছিলেন তিনি।
রবিবার কাজের ব্যস্ততার মাঝেই খবর পান, তাঁর টিকিটে লেগেছে প্রথম পুরস্কার— পুরো ১০০ লাখ টাকা! লটারি বিক্রেতার মুখে এই খবর শুনে প্রথমে বিশ্বাসই করতে পারেননি জলি। খুশিতে চোখে জল আসে দম্পতির। জলি জানান, এই টাকা দিয়ে সবার আগে নিজের একটা মাথা গোঁজার ঠাঁই বা বাড়ি তৈরি করবেন এবং ছেলেদের পড়াশোনা ও ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করবেন। অভাবের কালো মেঘ কাটিয়ে এখন খুশির জোয়ার রায়নার ওই পরিবারে।