উন্নাও ধর্ষণ কাণ্ডে বিরাট মোড়! কুলদীপ সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ডে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

২০১৭ সালের বহুল চর্চিত উন্নাও ধর্ষণ কাণ্ডে বড়সড় স্বস্তি পেলেন বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গার। মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ সেঙ্গারের যাবজ্জীবন কারাবাসের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে। এর ফলে দীর্ঘ কারাবাসের পর ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পাচ্ছেন উত্তরপ্রদেশের বাঙ্গেরমউ কেন্দ্রের এই প্রাক্তন বিধায়ক।
তবে জামিন দিলেও আদালতের পক্ষ থেকে অত্যন্ত কড়া শর্ত আরোপ করা হয়েছে। কুলদীপ সেঙ্গারকে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে এবং তিনি কোনোভাবেই নির্যাতিতার বাড়ির ৫ কিলোমিটারের মধ্যে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি তাঁকে দিল্লিতেই অবস্থান করতে হবে এবং প্রতি সপ্তাহে স্থানীয় থানায় হাজিরা দিতে হবে। আদালত স্পষ্ট জানিয়েছে, নির্যাতিতার পরিবারকে কোনোভাবেই ভয় দেখানো বা প্রভাবিত করা যাবে না।
উল্লেখ্য, ২০১৭ সালে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে কুলদীপ সেঙ্গারকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ও POCSO আইনে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া নির্যাতিতার বাবার পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় তাঁর ১০ বছরের জেল ও ৩৫ লক্ষ টাকা জরিমানা হয়েছিল। উচ্চ আদালতের এই নির্দেশে মামলার মোড় কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।