“সমাজে এদের ঠাঁই নেই”, জঙ্গিপুর আদালতের রায়ে জাফরাবাদ খুনের মামলায় বিচার পেল দুই পরিবার

মুর্শিদাবাদের জাফরাবাদ জোড়া খুনের মামলায় এক ঐতিহাসিক ও নজিরবিহীন রায় দিল জঙ্গিপুর মহকুমা আদালত। চন্দন দাস এবং হরগোবিন্দ দাস হত্যাকাণ্ডে অভিযুক্ত ১৩ জনকেই দোষী সাব্যস্ত করার পর, আজ তাদের সকলের বিরুদ্ধে ‘আমৃত্যু’ কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন বিচারক। সাজাপ্রাপ্তদের তালিকায় রয়েছে এলাকার ত্রাস হিসেবে পরিচিত কুখ্যাত জমি মাফিয়া হযরত শেখ ওরফে হযরত আলী।
আদালত কর্তৃক আমৃত্যু সাজাপ্রাপ্ত অন্যান্যরা হল— দিলদার নদাব, আসমাউল নদাব, ইনজামুল হক, জিয়াউল হক, ফেকারুল শেখ, আজফারুল শেখ ওরফে বিলাই, মনিরুল শেখ, ইকবাল শেখ, সাবা করিম, একবার আলী, নুরুল ইসলাম এবং ইউসুফ শেখ। পেশাগতভাবে এরা রাজমিস্ত্রি বা পরিযায়ী শ্রমিক হলেও, এই নৃশংস হত্যাকাণ্ডে তাদের সক্রিয় ভূমিকা প্রমাণিত হয়েছে।
মামলার শুনানিতে ডিফেন্স কাউন্সিল ঘটনাটিকে ‘রেয়ারেস্ট অফ রেয়ার’ হিসেবে লঘু করার চেষ্টা করলেও আদালত কঠোর অবস্থান নেয়। বিচারক তাঁর বিবৃতিতে স্পষ্ট জানান, এই ধরনের অপরাধীরা সমাজে মুক্ত অবস্থায় ঘুরে বেড়ালে তা অন্যান্য দুষ্কৃতীদের কাছে ভুল প্রশ্রয় হিসেবে গণ্য হতে পারে। তাই সমাজের বৃহত্তর স্বার্থে এবং অপরাধ দমনে এই কঠোর শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নিহতদের পরিবার ও জাফরাবাদের সাধারণ মানুষ।