ডুয়ার্সে ৯ ডিগ্রির কনকনে ঠান্ডা, আদরের ‘লাকি’কে বাঁচাতে পিলখানায় রুম হিটার ও কম্বলের ব্যবস্থা

সমগ্র ডুয়ার্স জুড়ে এখন শীতের দাপট তুঙ্গে। উত্তরবঙ্গের শীতলতম স্থানের তকমা পেয়েছে আলিপুরদুয়ার, যেখানে তাপমাত্রা নেমেছে ৯° সেলসিয়াসে। এই হাড়কাঁপানো ঠান্ডায় জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং পিলখানার ছোট্ট সদস্য ‘লাকি’-র যাতে কোনো কষ্ট না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে বনবিভাগ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকরণ করা এই হস্তিশাবকটি এখন পিলখানার প্রধান আকর্ষণ। নদীর স্রোতে ভেসে আসা ১৫ দিনের সেই মাদী শাবকটি এখন অনেকটাই বড় হয়েছে। তবে ছোট হওয়ায় ঠান্ডার প্রকোপ তার ওপর বেশি। তাই লাকির জন্য আনা হয়েছে মোটা কম্বল। বিকেল গড়ালেই তার গায়ে জড়িয়ে দেওয়া হচ্ছে গরম কাপড়। যেখানে সে থাকে, সেই জায়গাটি মোটা প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং ভেতরে বসানো হয়েছে রুম হিটার।
বনদপ্তর সূত্রে খবর, রোদ না উঠলে লাকিকে একদমই বাইরে বের করা হচ্ছে না। মাহুতরা সর্বক্ষণ তার ওপর নজর রাখছেন। কনকনে ঠান্ডায় লাকির জন্য বনবিভাগের এই ‘ভিভিআইপি’ যত্ন দেখে খুশি পর্যটক থেকে বন্যপ্রাণ প্রেমীরাও।