হিন্দুশূন্য না হওয়া পর্যন্ত কি থামবে না বাংলাদেশ? এবার রাউজানে বাড়ি পুড়িয়ে ‘চূড়ান্ত হুঁশিয়ারি’ মৌলবাদীদের

বাংলাদেশ কি তবে হিন্দুশূন্য হওয়ার পথে? দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম বাণিকপাড়ায় সংখ্যালঘু হিন্দুদের ওপর ভয়াবহ হামলার অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে খবর, জয়ন্তী সংঘের বাসিন্দা বাবু শুকুশিলের বাড়িতে একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেয়। প্রাণভয়ে পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালালেও, আগুনের লেলিহান শিখায় পুড়ে মৃত্যু হয়েছে তাঁদের প্রিয় পোষ্যর। চোখের নিমেষে ছাই হয়ে গিয়েছে বসতভিটার সমস্ত আসবাব ও নথিপত্র।

উদ্বেগের বিষয় শুধু হামলা নয়, ওই এলাকায় হিন্দুদের টার্গেট করে দেওয়া হয়েছে রীতিমতো হুমকির পোস্টার। সেখানে সাফ জানানো হয়েছে, “আপনাদের ওপর নজর রাখা হচ্ছে। ইসলামের বিরুদ্ধে কার্যকলাপ বন্ধ না করলে বাড়ি, ব্যবসা বা সম্পত্তি—কেউ রক্ষা করতে পারবে না। এটিই চূড়ান্ত সতর্কতা।” এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক স্তরে নিন্দার ঝড় উঠলেও মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি কার্যত অস্বীকার করে চলেছে। দীপু দাসের খুনের নেপথ্যেও কোনো ধর্মীয় কারণ নেই বলে দাবি করেছে প্রশাসন। পুলিশের নিস্ক্রিয়তা এবং সরকারের এই উদাসীনতায় ওপার বাংলার হিন্দুদের নিরাপত্তা এখন বড়সড় প্রশ্নচিহ্নের মুখে।