নিয়ম ভেঙে হস্টেলে দখলদারি? আর জি কর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত ক্যাম্পাস

তিলোত্তমা কাণ্ডের ক্ষত এখনও দগদগে, এরই মাঝে ফের ‘থ্রেট কালচার’-এর অভিযোগে উত্তপ্ত আর জি কর মেডিক্যাল কলেজ। এবার মানিকতলা হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়াদের হেনস্থা ও হুমকির অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তির মূলত দ্বিতীয় বর্ষের কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত মানিকতলার হস্টেলে, যা শুধুমাত্র প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য বরাদ্দ। অভিযোগ, নিয়ম ভেঙে সেখানে কিছু দ্বিতীয় বর্ষের পড়ুয়া থাকছিলেন এবং তাঁরাই ‘ইন্ট্রো’র নামে জুনিয়রদের মানসিক ও শারীরিক হেনস্থা করছিলেন। প্রথম বর্ষের পড়ুয়ারা বিষয়টি তাঁদেরই অন্য কয়েকজন সিনিয়রকে জানালে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। সাগ্নিক পাল নামে দ্বিতীয় বর্ষের এক পড়ুয়া জানান, জুনিয়রদের অভিযোগের ভিত্তিতে তাঁরা কর্তৃপক্ষকে সব জানালে অভিযুক্তরা তাঁদের ওপর চড়াও হয় এবং রাস্তায় দীর্ঘক্ষণ হুমকি দেওয়া হয়।

আর জি কর কাণ্ডের পর রাজ্যজুড়ে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও অনশন চলেছিল, তার অন্যতম প্রধান দাবি ছিল ক্যাম্পাস থেকে ‘থ্রেট কালচার’ নির্মূল করা। সেই আবহে ফের এই ধরণের ঘটনা প্রশাসনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। আর জি কর-এর অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লিখিত অভিযোগ জমা পড়েছে এবং কলেজ কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখে কড়া নজরদারি শুরু করেছে।