ভোটার তালিকায় ‘ক্লিনআপ’ অপারেশন! ২৭ ডিসেম্বর থেকে শুরু শুনানি, ১০ লক্ষ নোটিশ পাঠাল কমিশন

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। খসড়া তালিকা প্রকাশের পর আগামী ২৭ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ভোটারদের শুনানি প্রক্রিয়া। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় মূলত সেই সব ভোটারদের তলব করা হচ্ছে যাদের তথ্য ২০০২ সালের পুরনো তালিকার সঙ্গে মেলেনি। রাজ্যে এমন ‘আনম্যাপড’ ভোটারের সংখ্যা প্রায় ৩০ লক্ষ, যার মধ্যে ইতিমধ্যেই ১০ লক্ষ নোটিশ জারি করা হয়েছে।
শুনানি কোথায় ও কীভাবে? কলকাতার ক্ষেত্রে বিভিন্ন সরকারি অফিস ও কলেজ বিল্ডিংয়ে এই শুনানি চলবে। জেলাগুলিতে বিডিও অফিস বা ব্লক স্তরের দফতরে শুনানির ব্যবস্থা করা হয়েছে। গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ৪০০০ মাইক্রো অবজার্ভার নিয়োগ করেছে কমিশন। নজরুল মঞ্চে তাঁদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। এই মাইক্রো অবজার্ভাররা মূলত কেন্দ্রীয় সরকারি কর্মী, যারা শুনানি পর্বে নজরদারির কাজ করবেন।
মুখ্যমন্ত্রীর আপত্তি: এদিকে, মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিএলএ (BLA)-দের সভায় তিনি অভিযোগ করেন, রাজ্যকে না জানিয়েই ‘দিল্লির লোক’ নিয়োগ করা হচ্ছে। নিয়োগপ্রাপ্তরা কোন দফতরের কর্মী এবং কোথায় থাকেন, সেই তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন তিনি। তৃণমূল নেত্রীর দাবি, এই পদক্ষেপের মাধ্যমে ভোটার তালিকায় অন্যায্য হস্তক্ষেপের চেষ্টা হতে পারে। তবে কমিশন স্পষ্ট করেছে, স্বচ্ছতার স্বার্থেই এই বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া চালানো হচ্ছে।