‘এসআইআর হলে ভোটার তালিকা জঞ্জালমুক্ত হবে’, মতুয়াদের আশ্বস্ত করে মমতাকে কড়া জবাব শান্তনুর

উত্তর ২৪ পরগনার বনগাঁর গাড়াপোতায় এক প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে এসআইআর (SIR) ও সিএএ (CAA) ইস্যুতে বড়সড় মন্তব্য করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মতুয়া সম্প্রদায়ের উদ্দেশে তিনি সাফ জানান, এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং এটি ভোটার তালিকাকে ‘জঞ্জালমুক্ত’ করতে সাহায্য করবে। টিএমসি-র সমালোচনা করে তিনি বলেন, “এসআইআর-এর সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। এটি রোহিঙ্গাদের খুঁজে বের করতে সুবিধা করবে।”
শান্তনু ঠাকুর মতুয়া ভাইদের যত দ্রুত সম্ভব সিএএ-তে আবেদন করার আর্জি জানান। তাঁর দাবি, রাজ্যের মধ্যে বাগদা থেকেই সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। দেশের স্বার্থে কড়া অবস্থান নিয়ে তিনি বলেন, “৫০ লক্ষ রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীকে বাদ দিতে গিয়ে যদি আমার সম্প্রদায়ের কিছু মানুষকে সাময়িক সমস্যা সহ্য করতে হয়, তবে দেশের স্বার্থে তা মেনে নেওয়া উচিত।”
পাশাপাশি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও সরব হন তিনি। ময়মনসিংহে দীপু চন্দ্র দাশের নৃশংস খুনের ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিয়ে মহম্মদ ইউনূসকে ‘অথর্ব’ এবং ‘পাকিস্তানের দালাল’ বলে আক্রমণ করেন তিনি। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর চলা অত্যাচারের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে শান্তনু হুঁশিয়ারি দেন, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের পরিণাম ভয়াবহ হবে।