গ্রাম বাংলার ধাঁচে উত্তরপ্রদেশেও পঞ্চায়েত উৎসব ভবন? লখনউয়ের বাজেটে বড় চমক

আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বড়সড় আর্থিক পদক্ষেপ নিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষের সম্পূরক বাজেটে সুষ্ঠু ও স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনার জন্য ২০০ কোটি টাকার অতিরিক্ত তহবিল প্রস্তাব করা হয়েছে। মূলত গ্রামীণ গণতন্ত্রকে আরও শক্তিশালী ও কার্যকর করাই এই মেগা বাজেটের প্রধান লক্ষ্য।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেওয়া হচ্ছে। বাজেটে নির্বাচন কমিশনের নিজস্ব ভবন নির্মাণের জন্য ২৪.৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা কমিশনের কার্যক্ষমতা বৃদ্ধি করবে। এছাড়া, গ্রামীণ সামাজিক উন্নয়নের কথা মাথায় রেখে প্রতিটি বিধানসভা এলাকার গ্রামগুলোতে ‘পঞ্চায়েত উৎসব ভবন’ বা বারাত ঘর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শাহজাহানপুর জেলা পঞ্চায়েত ভবন নির্মাণের জন্যও পৃথকভাবে এক কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।

যোগী সরকারের মতে, এই বাড়তি বরাদ্দ কেবল নির্বাচন আয়োজনেই সাহায্য করবে না, বরং পঞ্চায়েত স্তরে প্রশাসনিক ক্ষমতা এবং সামাজিক কার্যকলাপের জন্য স্থায়ী পরিকাঠামো তৈরি করবে। এই পদক্ষেপ উত্তরপ্রদেশের গ্রামীণ উন্নয়নে এক নতুন গতি আনবে বলে মনে করছে রাজনৈতিক মহল।