রণক্ষেত্র বিবাদী বাগ! নির্বাচন কমিশনের অফিসে জোর করে ঢোকার চেষ্টা, লালবাজারের কড়া পদক্ষেপ

কলকাতার বিবাদী বাগে অবস্থিত মুখ্য নির্বাচন আধিকারিকের (সিইও) দফতরের সামনে সোমবার বিএলও-দের (Booth Level Officer) বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল। পুলিশের ব্যারিকেড ভেঙে জোরপূর্বক কমিশনের দফতরে ঢোকার চেষ্টা এবং সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে এবার কঠোর অবস্থান নিল লালবাজার। পুলিশ সূত্রে খবর, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।
এদিন খসড়া ভোটার তালিকায় ত্রুটি এবং কমিশনের অ্যাপে বারবার পরিবর্তনের প্রতিবাদে ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যরা আন্দোলনে শামিল হন। আন্দোলনকারীদের দাবি, একের পর এক বিভ্রান্তিকর নির্দেশিকায় তাঁদের ওপর মানসিক চাপ বাড়ছে। সিইও-র সঙ্গে দেখা করতে চেয়েও সময় না মেলায় ক্ষোভ ফেটে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন, যার ফলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং একজনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ই ডিসেম্বর থেকেই সিইও অফিসের নিরাপত্তা বাড়াতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দেওয়া হয়েছিল। বর্তমানে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও বিক্ষোভ আটকানো যায়নি। কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আইন ভাঙার অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।