বড়দিনে মেট্রোর উপহার! মাঝরাত পর্যন্ত চলবে ট্রেন, উৎসবের কলকাতায় বড় ঘোষণা

বড়দিনে উৎসবের আমেজে মাতোয়ারা শহরবাসীর জন্য সুখবর শোনাল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ২৫শে ডিসেম্বর, বৃহস্পতিবার, যাত্রীদের ভিড় সামলাতে ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) এবং গ্রিন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) করিডোরে বিশেষ পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্লু লাইন: বড়দিনের দিন ব্লু লাইনে ২৭২টির পরিবর্তে মোট ২২৪টি ট্রেন চলবে। যাত্রীদের সুবিধার্থে দুপুর ২:৪০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত মাত্র ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। এদিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ ট্রেন ছাড়বে রাত ১০:২৩ মিনিটে এবং কবি সুভাষ (শহীদ ক্ষুদিরাম স্টেশন সংলগ্ন এলাকা) থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে শেষ ট্রেন ছাড়বে রাত ১০:২০ মিনিটে। এছাড়া, কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রোটি পাওয়া যাবে রাত ১০:৩০ মিনিটে। এদিন প্রথম পরিষেবা শুরু হবে সকাল ৬:৫০ মিনিটে।

গ্রিন লাইন: এই করিডোরে প্রতিদিনের ২২৮টির বদলে ২০১টি পরিষেবা মিলবে। বিকেল ৪:২৫ থেকে রাত ৮:৩০ পর্যন্ত ৬ মিনিট ব্যবধানে ট্রেন চলবে। হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে দুই প্রান্তেই শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৫৫ মিনিটে। তবে বিশেষ সংযোজন হিসেবে রাত ১০:২০ মিনিটে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত একটি অতিরিক্ত ট্রেন চালানো হবে।

হলুদ, বেগুনি এবং কমলা লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। উৎসবের রাতে যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে মেট্রোর এই বাড়তি পরিষেবা বড় পাওনা শহরবাসীর কাছে।