অঙ্কের ভয় এবার হবে জয়! কাটোয়ার স্কুলের খুদেদের মডেলে কেল্লাফতে, মুগ্ধ শিক্ষক থেকে পরিদর্শক

সচরাচর স্কুল মানেই বিজ্ঞান প্রদর্শনীর চেনা ছবি। কিন্তু এবার প্রথা ভেঙে গণিতের জাদু দেখাল কাটোয়ার সুদপুর উচ্চ বিদ্যালয়। জাতীয় গণিত দিবস উপলক্ষে সোমবার এই স্কুল চত্বরে আয়োজিত হল এক ব্যতিক্রমী গণিত মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতা। যেখানে কাটোয়া মহকুমার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা তাঁদের মেধা ও সৃজনশীলতার ডালি সাজিয়ে হাজির হয়েছিল।
বইয়ের পাতায় যে অঙ্ক ভীতি তৈরি করে, তাকেই রঙিন কাগজ, থার্মোকল আর কাঠের সাহায্যে মডেলে রূপান্তর করেছে পড়ুয়ারা। প্রদর্শনীতে বৃত্তের জটিল অঙ্ক, ভগ্নাংশের ধারণা, কোণের প্রকারভেদ থেকে শুরু করে দশমিকের গুণ ও ম্যাথ স্কোয়ারের মতো বিষয়গুলি অত্যন্ত সহজভাবে ফুটিয়ে তোলা হয়। খুদেদের এই পারফরম্যান্স দেখে মুগ্ধ অভিভাবক থেকে শিক্ষক সকলেই।
সুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দে জানান, পড়ুয়াদের মন থেকে অঙ্কের ভয় তাড়াতেই এই প্রয়াস। অন্যদিকে, কাটোয়া পশ্চিম চক্রের স্কুল পরিদর্শক ফ্যান্সি মুখার্জী উপস্থিত হয়ে খুদেদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান। তিনি বলেন, “এই মডেলগুলি আদতে টিচিং লার্নিং মেটেরিয়াল, যা শিক্ষাকে আনন্দদায়ক করে তোলে। হাতেকলমে শেখার এই পদ্ধতি পড়ুয়াদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করবে।”