“১.৫ কোটি ভোটারের নাম বাদ দিতে চায় বিজেপি!”-বিধানসভা ভোটের আগে মমতার বিস্ফোরক অভিযোগ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজনীতির ময়দান উত্তপ্ত। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের বুথ পর্যায়ের কর্মীদের (BLA) বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি এবং নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করালেন। তাঁর অভিযোগ, রাজ্যে প্রায় দেড় কোটি ভোটারের নাম বাতিল করার চক্রান্ত করছে গেরুয়া শিবির। এমনকি বিহারের রেজিস্ট্রেশন নম্বর থাকা মোটরসাইকেলে করে বহিরাগতদের রাজ্যে ঢোকানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে বলেন, ২০০২ সালের পর থেকে সীমানা নির্ধারণ বা ভোটার তালিকার ইপিক (EPIC) নম্বরের কোনো সামঞ্জস্য নেই। কমিশনের ভুলেই রাজ্যে ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে তিনি ক্ষোভ উগরে দেন। উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় মৃত্যু বা স্থায়ী পলায়নের কারণে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এই ‘বিশেষ সংশোধন’ (SIR) প্রক্রিয়াকে রাজ্য সরকারকে অস্থির করার হাতিয়ার হিসেবে বর্ণনা করেছেন।
তৃণমূল নেত্রীর দাবি, কেন্দ্র বেছে বেছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলের মতো অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতেই এই ধরণের কড়াকড়ি করছে। তিনি ভোটার তালিকা নিয়ে দুর্গত পরিবারগুলোর জন্য আর্থিক সাহায্যের ঘোষণাও করেন। ১৫ জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তির সময়সীমা থাকলেও, মমতা কর্মীদের সতর্ক করে বলেন, প্রতিটি বুথ স্তরে যেন সতর্ক দৃষ্টি রাখা হয় যাতে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে।