“২০২৬-এ মমতা আর মুখ্যমন্ত্রী থাকবেন না!” নতুন দল গড়ে বিষ্ফোরক হুমায়ুন কবীর

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই বঙ্গ রাজনীতিতে বড়সড় ধামাকা করলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর। সোমবার মুর্শিদাবাদের বেলডাঙায় এক বিশাল জনসভা থেকে তিনি আত্মপ্রকাশ ঘটালেন তাঁর নতুন দল— ‘জনতা উন্নয়ন পার্টি’ (JUP)। আর দল ঘোষণার মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি গদিচ্যুত করার ডাক দিয়ে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে দিলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে হুমায়ুন বলেন, “১৫ বছর আগের মমতা আর আজকের মমতার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। ২০২৬-এ তিনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না।” মুখ্যমন্ত্রীর পরিবারের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজ্যে আরএসএস-এর বিস্তারের পিছনে তৃণমূল ও বিজেপির পরোক্ষ সমঝোতা রয়েছে। তবে মমতার প্রতি আক্রমণাত্মক হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘প্রতিভাবান’ বলে দাক্ষিণ্য দেখিয়েছেন তিনি। হুমায়ুন জানান, আগামী নির্বাচনে তাঁর দল ১৩৫টি আসনে লড়বে এবং রাজ্যে অন্তত ৭০ জন মুসলিম বিধায়ক নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।

রাজনৈতিক মহলে জল্পনা, আসাদুদ্দিন ওয়াইসির মিম (AIMIM)-এর সঙ্গে হাত মেলাতে পারেন হুমায়ুন। যদিও তৃণমূল ও বিজেপি উভয়পক্ষই একে গুরুত্ব দিতে নারাজ। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের দাবি, এটি স্রেফ প্রচার পাওয়ার চেষ্টা। অন্যদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কটাক্ষ, ভোট কাটতেই এই ‘নতুন নাটকের’ অবতারণা। এখন দেখার, বারবার দলবদলু হিসেবে পরিচিত হুমায়ুন কবীর ২০২৬-এর লড়াইয়ে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে কতটা ফাটল ধরাতে পারেন।