“মমতা বদলে গিয়েছেন, ওঁর প্রতি অভিষেকের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে!” নতুন দল গড়ে বিস্ফোরক হুমায়ুন

সোমবার নিজের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’ ঘোষণার ঠিক আগে এবিপি আনন্দ-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মনের কথা উজাড় করে দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর কথায় ফুটে উঠল একদিকে শ্রদ্ধা, অন্যদিকে বর্তমান পরিস্থিতির প্রতি তীব্র ক্ষোভ।
মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে হুমায়ুন বলেন, “আমি আজও তাঁকে যোগ্য নেত্রী মনে করি এবং আজীবন করব। কিন্তু ১৫ বছর আগের মমতা আর আজকের মমতার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য।” বিধায়কের মতে, নেত্রীর কাজ করার ধরনে আমূল পরিবর্তন এসেছে যা অনেক ক্ষেত্রেই হতাশাজনক। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের ‘সফ্ট কর্নার’ বা কোমল মনোভাবের কথা লুকিয়ে রাখেননি তিনি। অভিষেককে অত্যন্ত মেধাবী এবং আগামী দিনের যোগ্য রাজনীতিক হিসেবে বর্ণনা করলেও, তাঁর চারপাশের পরিবেশ নিয়ে সতর্ক করেছেন হুমায়ুন।
হুমায়ুনের অভিযোগ, বর্তমানে কিছু লোক অভিষেকের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে। পাশাপাশি ভোটকুশলী সংস্থা ‘আইপ্যাক’-এর বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। তিনি স্পষ্ট জানান, আইপ্যাকের কিছু ব্যক্তির আচরণ বাংলার বিশেষত মুসলিমদের কাছে গ্রহণযোগ্য নয়। অভিষেকের প্রতি তাঁর পরামর্শ, “ওকে নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে।” আইপ্যাক এবং তোলাবাজদের হাত থেকে দল বাঁচাতে না পারলে অভিষেকের সম্ভাবনা নষ্ট হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন এই বর্ষীয়ান নেতা।