দুবাইয়ের মরুভূমিতে দেখা মিলল ‘বিচিত্র’ প্রাণীর! খরগোশ না কি হ্যারি পটারের রহস্যময় জীব?

মরুশহর দুবাইয়ের চাকচিক্যের মাঝে এবার দানা বাঁধল এক গভীর রহস্য। সম্প্রতি দুবাইয়ের উপকণ্ঠে এক অদ্ভুত দর্শন প্রাণীকে ঘুরে বেড়াতে দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। লুইস স্টার্কি নামে এক মহিলা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই রহস্যময় প্রাণীর ভিডিও শেয়ার করার পর থেকেই শুরু হয়েছে তুমুল চর্চা। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভিডিওটি দেখে ফেলেছেন ১৬ লক্ষেরও বেশি মানুষ।
হ্যারি পটারের জাদুজগত না কি ভিনগ্রহী?
লুইস স্টার্কি পেশায় সিডনির বাসিন্দা হলেও গত দু-বছর ধরে দুবাইয়ে থাকছেন। তিনি জানান, দুবাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘ক্রিসেন্ট মুন লেক’-এর কাছে বারবিকিউ করতে যাওয়ার সময় চলন্ত গাড়ি থেকে এই দৃশ্যটি তার চোখে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার ধারের ঘাসে অদ্ভুত তিনটি প্রাণী বসে রয়েছে। লুইস অবাক হয়ে ভিডিওতে প্রশ্ন করেন, “ওহ মাই গড, এটা কী? খরগোশ?”
নিজের পোস্টে তিনি এই প্রাণীটিকে খরগোশ, হরিণ এবং কুকুরের এক অদ্ভুত মিশ্রণ বলে দাবি করেছেন। এমনকি হ্যারি পটারের কাল্পনিক জগতের কোনো প্রাণীর সঙ্গেও এর তুলনা করেছেন অনেকে। কেউ কেউ মজা করে লিখেছেন, এটি কি কোনো ‘খরগোশ-মানুষ-কুকুর’?
রহস্যের সমাধান: কী এই প্রাণী?
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ রহস্যের সমাধান করেছেন। বিশেষজ্ঞদের মতে, এটি কোনো জাদুকরী বা ভিনগ্রহী প্রাণী নয়, বরং এটি একটি ‘প্যাটাগোনিয়ান মারা’ (Patagonian Mara)।
-
পরিচয়: এটি আসলে আর্জেন্টিনার স্থানীয় এক ধরনের বৃহৎ প্রজাতির বন্য ইঁদুর।
-
স্বভাব: এদের দেখতে অনেকটা খরগোশ এবং হরিণের মিশ্রণের মতো মনে হয়।
-
View this post on Instagram
দুবাইয়ে উপস্থিতি: একজন ব্যবহারকারী কমেন্টে জানিয়েছেন, দুবাইয়ের ‘আল মারমুম মরুভূমি সংরক্ষণাগারে’ প্রায় ২০০টি এরকম প্যাটাগোনিয়ান মারা রয়েছে। ধারণা করা হয়, এগুলো পরিত্যক্ত পোষা প্রাণীর বংশধর যারা মরুভূমির পরিবেশে নিজেদের মানিয়ে নিয়েছে। ২০২০ সাল থেকেই আল কুদ্রা হ্রদের আশেপাশে এদের দেখা মিলছে।
বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে এবং নেটিজেনরা দুবাইয়ের এই ‘অচেনা’ বাসিন্দাদের দেখে বিস্মিত।