হাডি খুনের নেপথ্যে প্রেমিকার বিস্ফোরক স্বীকারোক্তি! অ্যাটাকের আগের রাতে কী ঘটেছিল?

উসমান হাডির মৃত্যু ঘিরে বর্তমানে রণক্ষেত্রের চেহারা নিয়েছে বাংলাদেশ। কিন্তু এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা রহস্য এবার ফাঁস হতে শুরু করেছে। মূল অভিযুক্ত এবং শুটার ফয়জল করিমের প্রেমিকা মারিয়া আক্তার লিমার বয়ানে উঠে এসেছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের নীল নকশা। পুলিশি জেরায় মারিয়া স্বীকার করেছেন যে, হামলার ঠিক আগের রাতে ফয়জল তাঁকে পুরো পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
তদন্তকারীদের দাবি, গত ১২ ডিসেম্বর উসমান হাডি যখন রিকশায় চড়ে হাইকোর্টের দিকে যাচ্ছিলেন, তখন বাইকে আসা মুখোশধারী দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। একটি গুলি সরাসরি তাঁর মাথায় লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিঙ্গাপুরে এয়ারলিফট করা হলেও শেষরক্ষা হয়নি। মারিয়া জানিয়েছেন, হামলার আগের রাতে ফয়জল তাঁকে বলেছিলেন, “এমন কিছু ঘটতে যাচ্ছে যাতে পুরো বাংলাদেশ কেঁপে উঠবে।” এমনকি ফয়জল তাঁকে উসমান হাডির একটি ভিডিও দেখিয়ে তাঁর খুনি মনোভাবের পরিচয় দিয়েছিলেন।
পুলিশি তদন্তে আরও জানা গেছে, হামলার আগের রাতে আততায়ীরা ঢাকার একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করেছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ধৃতদের কাছ থেকে কোটি কোটি টাকার চেক উদ্ধার হয়েছে, যা এই খুনের পিছনে বড় কোনো আর্থিক ও রাজনৈতিক মদতের ইঙ্গিত দিচ্ছে। মূল অভিযুক্ত ফয়জল করিম এখনও পলাতক থাকলেও তাঁর প্রেমিকার দেওয়া এই বয়ানকে মামলার সবথেকে বড় প্রমাণ হিসেবে দেখছে পুলিশ।