মহাকাশেও চোখ ধাঁধাবে ভারত! S-400-কে ‘অদৃশ্য’ করতে বায়ুসেনার মাস্টারপ্ল্যান

আধুনিক যুদ্ধ এখন আর কেবল সমতলে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গিয়েছে মহাকাশেও। ভারতের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা কবচ S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে শত্রু দেশের নজরদারি থেকে আড়াল করতে এবার বিশেষ ‘মাস্কিং’ মিশন শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। চীন ও পাকিস্তানের অত্যাধুনিক উপগ্রহগুলি যাতে ভারতের এই মিসাইল ইউনিটের অবস্থান শনাক্ত করতে না পারে, তার জন্য প্রযুক্তির এক দুর্ভেদ্য দেওয়াল তৈরি করা হয়েছে।
S-400 বিশ্বের অন্যতম বিপজ্জনক প্রতিরক্ষা ব্যবস্থা, যা ৪০০ কিমি দূর থেকেই শত্রুর বিমান বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। স্বভাবতই যুদ্ধের শুরুতে শত্রুপক্ষ চাইবে এই সিস্টেমকে নিষ্ক্রিয় করতে। বায়ুসেনা এখন বিশেষ ধরণের মাল্টি-স্পেকট্রাল জাল এবং মোবাইল শেল্টার ব্যবহার করছে। এই জালগুলি কেবল খালি চোখকেই নয়, বরং রাডার এবং ইনফ্রারেড সেন্সরকেও ফাঁকি দিতে সক্ষম। এমনকি স্যাটেলাইট ছবিতে এই বিশাল মিসাইল ইউনিটগুলিকে সাধারণ গাছপালা বা মাটির মতো দেখাবে।
এছাড়া ব্যবহার করা হচ্ছে বিশেষ ‘থার্মাল কভারিং’। এটি ইঞ্জিনের তাপকে ঢেকে রাখে, ফলে তাপীয় ক্যামেরা বা থার্মাল সেন্সর দিয়েও এর অবস্থান বোঝা অসম্ভব। শত্রুকে বিভ্রান্ত করতে আসল ইউনিটের পাশাপাশি বসানো হচ্ছে ‘নকল’ বা ডামি ইউনিট। ফলে আকাশ থেকে নজরদারি চালিয়ে ভারতর আসল শক্তি খুঁজে পাওয়া এখন কার্যত অসম্ভব।