পার্সি স্বামীর সঙ্গে দীর্ঘ পথচলা শেষ! ডিভোর্সের ঘোষণা করে বিস্ফোরক তনুশ্রী-কন্যা শ্রীনন্দা

দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যে ইতি টানলেন প্রখ্যাত নৃত্যশিল্পী ও অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর। তনুশ্রী ও আনন্দ শঙ্করের কন্যা শ্রীনন্দা নিজেই সোশ্যাল মিডিয়ায় স্বামী গেভ সাতারাওয়ালার সঙ্গে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন। গত কয়েক মাস ধরেই স্টুডিও পাড়ায় তাঁদের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন চলছিল, এই ঘোষণার মাধ্যমে তাতে শিলমোহর দিলেন অভিনেত্রী।
২০০৯ সালে পার্সি যুবক গেভ সাতারাওয়ালার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রীনন্দা। বিয়ের পর মুম্বইতেই ছিল তাঁদের স্থায়ী ডেরা। তবে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী স্পষ্ট জানান, বাইরে থেকে দাম্পত্য যেমনই লাগুক না কেন, অন্দরের পরিস্থিতি ছিল ভিন্ন। তিনি লেখেন, “জীবন সবসময় আমাদের পরিকল্পনা মতো চলে না। এই বিচ্ছেদ আমাদের দু’জনের জন্যই মানসিক শান্তি বয়ে এনেছে।” শ্রীনন্দা আরও জানিয়েছেন যে, সিদ্ধান্তটি বেদনাদায়ক হলেও তাঁরা অত্যন্ত পরিণতভাবে এবং ভেবেচিন্তে এই পথে হেঁটেছেন।
ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী। তিনি সাফ জানিয়েছেন, এই বিষয়ে তিনি বা তাঁর মা তনুশ্রী শঙ্কর সংবাদমাধ্যমে কোনও বাড়তি প্রতিক্রিয়া দেবেন না। বছরের শেষে প্রিয় অভিনেত্রীর বিচ্ছেদের খবরে অনুরাগীদের মনে বিষাদের ছায়া নামলেও, তাঁর স্পষ্টবাদিতা ও মানসিক শক্তিকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।