“একটা বাঙালি হলে ১০টা গুজরাটি ঢোকাচ্ছে!” নেতাজি ইন্ডোর থেকে বিএলএ-দের চরম হুঁশিয়ারি মমতার

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিএলএ ১ ও ২ পর্যায়ের কর্মীদের নিয়ে আয়োজিত সম্মেলনে কড়া মেজাজে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধন ও পরিমার্জনের কাজে কর্মীদের বড় দায়িত্ব দেওয়ার পাশাপাশি সরাসরি আক্রমণ করলেন বিজেপিকে। মমতার অভিযোগ, “আগের লিস্টে প্রচুর বাইরের নাম ঢুকিয়েছে। একটা বাঙালি থাকলে ১০টা গুজরাটি নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখন তো আবার এআই (AI) ব্যবহার করে জালিয়াতি চলছে।”
তৃণমূল নেত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, বিএলএ-দের বাড়ি বাড়ি ঘুরে দেখতে হবে তালিকায় নাম থাকা ভোটাররা বাস্তবে সেখানে আছেন কি না। যাঁদের নাম বাদ পড়েছে বা নথির অভাব রয়েছে, তাঁদের ফর্ম ৬ পূরণ ও স্থায়ী বাসস্থানের শংসাপত্র পেতে সাহায্য করতে হবে। পাশাপাশি বুথে বুথে ‘মে আই হেল্প ইউ’ ডেস্ক খোলার নির্দেশ দিয়েছেন তিনি। বিএলও অ্যাপে যে ভোটারদের তথ্যে গরমিল (Logical Discrepancy) রয়েছে, তাঁদের শুনানিতে উপস্থিত থাকা সুনিশ্চিত করতে হবে।
কাজের গাফিলতি নিয়ে দলের কাউন্সিলরদেরও রেয়াত করেননি তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “অনেক কাউন্সিলর কাজ করেন না, শুধু দলের বদনাম করেন। দরকারে তাঁদের পরিবর্তে ব্লক প্রেসিডেন্ট নিয়োগ করব। যে ভালো কাজ করবে, পুরস্কার তাকেই দেওয়া হবে।” পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে মমতার বার্তা, নাম নথিভুক্ত করতে প্রয়োজনে বাড়ি ফিরুন, কর্মসংস্থানের গ্যারান্টি রাজ্য সরকার দেবে।