জন্মের আগের প্রতিশোধ! কাকা হত্যার বদলা নিতে ১৮ বছর পর দুধ ব্যবসায়ীকে খতম করল কিশোর।

গাজিয়াবাদের মুরাদনগরে ঘটে যাওয়া এক হাড়হিম করা হত্যাকাণ্ড প্রমাণ করে দিল যে, প্রতিশোধের আগুন প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্বলতে পারে। ২০০৭ সালে ঘটে যাওয়া এক খুনের বদলা নিতে ১৮ বছর পর এক কিশোর প্রকাশ্য দিবালোকে ইমরান নামে এক দুধ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করল। অলিম্পিক মোড়ের মতো জনবহুল এলাকায় শনিবার দুপুরে এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশি তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত এই কিশোরের জন্মের আগেই ২০০৭ সালে তার কাকাকে খুন করা হয়েছিল। কিশোরটি কোনোদিন তার কাকাকে দেখেনি, কিন্তু বড় হওয়ার সাথে সাথে পরিবারের সদস্যদের মুখে সে বারবার শুনেছে সেই খুনের গল্প। কাকার খুনের বদলা নেওয়ার বীজ তার মনে এমনভাবে বপন করা হয়েছিল যে, দীর্ঘ ১৮ বছর পর সে দুধ ব্যবসায়ী ইমরানকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় ইমরান মাটিতে লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাফল্যের সাথে ‘মিশন’ শেষ করে অভিযুক্ত কিশোর সরাসরি থানায় গিয়ে নিজের অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ১৮ বছরের পুরনো পারিবারিক শত্রুতা যেভাবে এক তরুণের মনে খুনের নেশা জাগিয়ে তুলল, তাতে স্তম্ভিত স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসন। বর্তমানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।