মর্মান্তিক! মহেশতলায় অ্যাপ-ক্যাব চালককে পিষে দিল ঘাতক ট্রাক, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে মহিলা চিকিৎসক

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার মোল্লার গেট খালপোলের কাছে ঘটে গেল এক হাড়হিম করা পথ দুর্ঘটনা। আজ সকালে বাটানগর থেকে কলকাতার দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী র্যাপিডো নিয়ন্ত্রণ হারিয়ে খালপোলের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাইক থেকে সরাসরি রাস্তার ওপর ছিটকে পড়েন চালক। ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চালকের।
বাইকটিতে সওয়ার ছিলেন স্বাগতা চ্যাটার্জী নামে এক মহিলা চিকিৎসক, যাঁর বাড়ি বাটানগরের নুঙ্গি ধর্মতলায়। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা ট্রাফিক গার্ড ও জিনজিরা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পর চম্পট দিয়েছে। পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ি ও চালকের সন্ধান শুরু করেছে। মৃত র্যাপিডো চালকের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।