“আমিই প্রার্থী, আমিই চেয়ারম্যান!” ২০২৬-এর লক্ষ্যে ‘জনতা উন্নয়ন পার্টি’ গড়ে চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন

তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর আর সময় নষ্ট করলেন না ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সোমবার মুর্শিদাবাদের বেলডাঙা থেকে ঘটা করে নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন তিনি। তাঁর দলের নাম রাখা হয়েছে— ‘জনতা উন্নয়ন পার্টি’। শুধু দল গঠনই নয়, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একগুচ্ছ আসনে প্রার্থীদের নামও চূড়ান্ত করে ফেলেছেন এই বিতর্কিত নেতা।

হুমায়ুন কবীর জানিয়েছেন, তিনি নিজে বেলডাঙা এবং তাঁর বর্তমান কেন্দ্র ভরতপুর (প্রার্থী তালিকায় ভগবানগোলা হিসেবেও উল্লেখ) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিনের সভা থেকে তিনি একযোগে হরিরামপুর, বৈষ্ণবনগর, মুর্শিদাবাদ এবং কলকাতার বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থীদের নামও ঘোষণা করেন। দলের প্রতীক হিসেবে তিনি ‘টেবিল’ এবং ‘জোড়া গোলাপ’ চিহ্নের জন্য আবেদন জানিয়েছেন। বিশেষ চমক হিসেবে রানিনগর কেন্দ্রে ২০১৬-র প্রাক্তন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরকেই (চিকিৎসক) টিকিট দিয়েছেন তিনি।

তবে হুমায়ুনের এই নতুন রাজনৈতিক সমীকরণকে পাত্তা দিতে নারাজ শাসক দল। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার পাল্টা কটাক্ষ করে বলেন, “এসব নতুন কিছু নয়, আগেও এমন অনেক দল হয়েছে। এগুলো আসলে সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর চেষ্টা।” তৃণমূল গুরুত্ব না দিলেও, মুর্শিদাবাদ-সহ রাজ্যের বেশ কিছু পকেটে হুমায়ুনের এই ‘গোলাপ’ কতটা কাঁটা হয়ে দাঁড়ায়, এখন সেটাই দেখার।