টানা চার দিন ছুটি উপভোগের সুযোগ! বড়দিন ও বর্ষবরণে কবে কবে বন্ধ সরকারি অফিস? জানুন বিশদে

দেশজুড়ে বড়দিনের প্রস্তুতি তুঙ্গে। আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি আর কেকের সুগন্ধে মেতেছে চারপাশ। উৎসবের এই মরশুমে সরকারি ও বেসরকারি কর্মীদের জন্য রয়েছে ছুটির সুখবর। আগামী ২৫শে ডিসেম্বর সারা দেশে বড়দিনের সরকারি ছুটি থাকলেও, রাজ্যভেদে ছুটির তালিকায় কিছুটা ভিন্নতা রয়েছে।
২৪শে ডিসেম্বর অর্থাৎ ‘ক্রিসমাস ইভ’ উপলক্ষে পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে ঐচ্ছিক ছুটি (Optional Holiday) ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, তেলেঙ্গানায় ২৫ ও ২৬শে ডিসেম্বর—টানা দু’দিন সরকারি ছুটি থাকছে। অন্ধ্রপ্রদেশেও ২৪ ও ২৬ তারিখ ঐচ্ছিক ছুটির তালিকায় রয়েছে। আইটি ও কর্পোরেট সেক্টরের কর্মীরা যদি ২৪ তারিখ ছুটি নেন, তবে ২৭ ও ২৮শে ডিসেম্বর (শনি ও রবিবার) মিলিয়ে টানা চার থেকে পাঁচ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।
শুধু ডিসেম্বরের শেষ নয়, ২০২৬-এর শুরুতেও থাকছে খুশির খবর। ১লা জানুয়ারি অর্থাৎ ইংরেজি নববর্ষের প্রথম দিনটিতেও ঐচ্ছিক ছুটি মিলবে। এরপর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই সংক্রান্তির লম্বা ছুটি শুরু হবে। ফলে উৎসবের আবহে সপরিবারে ভ্রমণের পরিকল্পনা সেরে ফেলার এটাই সেরা সময়।