লেডিস বগিতে আতঙ্ক! প্রতিবাদ করায় কলেজ ছাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিল দুষ্কৃতী, তারপর যা ঘটল…

মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেন এবার সাক্ষী থাকল এক চরম নৃশংসতার। পানভেল ও খান্দেশ্বর রেলস্টেশনের মাঝামাঝি চলন্ত লোকাল ট্রেনের মহিলাদের বগি থেকে এক ১৮ বছর বয়সী কলেজ ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল ৫০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় থমথমে গোটা বাণিজ্যনগরী।
ঠিক কী ঘটেছিল? সকাল ৮টা নাগাদ পানভেল থেকে সিএসএমটি (CSMT) অভিমুখী একটি লোকাল ট্রেনের লেডিস কামরায় হঠাৎই উঠে পড়ে শেখ আখতার নওয়াজ নামের এক ব্যক্তি। মহিলারা তাকে বগি থেকে নেমে যেতে বললে সে প্রবল তর্ক শুরু করে। ঝগড়া চলাকালীন আচমকাই মেজাজ হারিয়ে ওই প্রৌঢ় পিছন থেকে কলেজ ছাত্রীকে সজোরে ধাক্কা মারে। মেয়েটি সরাসরি চলন্ত ট্রেন থেকে লাইনের ওপর ছিটকে পড়ে।
রক্তাক্ত অবস্থায় লড়াই লাইনে পড়ে গিয়ে তরুণীর মাথা, কোমর ও হাত-পায়ে গুরুতর চোট লাগে। যন্ত্রণায় ছটফট করতে করতেই সে তার বাবাকে ফোন করে বিষয়টি জানায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল। অন্যদিকে, অভিযুক্ত পালানোর চেষ্টা করলে সতর্ক যাত্রীরা তাকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।
তদন্তে পুলিশ সিনিয়র পুলিশ ইন্সপেক্টর বিজয় তাইদে জানিয়েছেন, ধৃত শেখ আখতার অবিবাহিত এবং ভবঘুরে। প্রাথমিক তদন্তে তার মানসিক ভারসাম্য নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। আদালত তাকে ৩ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। তবে এই ঘটনা মুম্বই লোকালে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল।