২০০২-এর তালিকায় নাম নেই? বাংলার ৩০ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে কমিশনের হাতে, দিতে হবে প্রামাণ্য নথি

পশ্চিমবঙ্গে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় প্রায় ৩০ লক্ষ ভোটারের নাম নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছে। গত ১৬ ডিসেম্বর প্রকাশিত তালিকা অনুযায়ী, এই বিপুল সংখ্যক ভোটারের সঙ্গে ২০০২ সালের ভোটার তালিকার কোনও সংযোগ বা ‘ম্যাপিং’ খুঁজে পায়নি নির্বাচন কমিশন। ফলে এই ভোটারদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য কমিশনের নির্ধারিত ১৩টি নথির মধ্যে অন্তত একটি পেশ করা বাধ্যতামূলক করা হয়েছে।

কমিশন সূত্রে খবর, ওই ৩০ লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যে ২০ লক্ষ ভোটার তাঁদের প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, জমা পড়া নথির বড় অংশই হলো পাসপোর্টের ফটোকপি। এই পাসপোর্টগুলির সত্যতা যাচাই করতে ইআরও-রা (ERO) সংশ্লিষ্ট থানা এবং অভিবাসন দফতরের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। জনপ্রতিনিধিত্ব আইনের ১৬ ও ১৯ নম্বর ধারা এবং সংবিধানের ৩২৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যদি নথিতে কোনও অসঙ্গতি থাকে, তবে সংশ্লিষ্ট ভোটারদের শুনানির (Hearing) মুখোমুখি হতে হবে।

ইতিমধ্যে ২০ লক্ষ ভোটারের নথি খতিয়ে দেখার জন্য বুথ স্তরের আধিকারিক বা বিএলও-দের (BLO) কাছে পাঠানো হয়েছে। যাঁদের নথিতে কোনও সন্দেহ থাকবে না, তাঁদের নাম সরাসরি চূড়ান্ত তালিকায় নথিভুক্ত হবে। তবে নথিতে গরমিল থাকলে বা পাসপোর্ট ভেরিফিকেশন সফল না হলে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কড়া নজরদারি চালাচ্ছে কমিশন।