কাশির সিরাপ না কি মাফিয়া রাজ? উত্তরপ্রদেশ বিধানসভায় মেজাজ হারালেন যোগী, তুললেন দিল্লির ‘নমুনা’ প্রসঙ্গ।

উত্তরপ্রদেশ বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনেই পারদ চড়ল তুঙ্গে। কোডিন কাশির সিরাপ কেলেঙ্কারি নিয়ে সমাজবাদী পার্টির বিধায়কদের জোরালো আক্রমণের মুখে পাল্টাহানাতে রীতিমতো রণংদেহী মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিরোধীদের আক্রমণ শানিয়ে তিনি সাফ জানান, “কাশি সিরাপ মাফিয়াদের শেকড় সমাজবাদী পার্টির গভীরে।”

অধিবেশন চলাকালীন সমাজবাদী পার্টির বিধায়করা সরকারের নজরদারি নিয়ে প্রশ্ন তুললে যোগী আদিত্যনাথ পরিসংখ্যান দিয়ে জানান, এই মামলায় এখনও পর্যন্ত ৭৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ১৩৬টি ফার্মে হানা দেওয়া হয়েছে। এসপি-কে কটাক্ষ করে তিনি বলেন, “আপনাদের সরকারই এই কোম্পানিগুলিকে লাইসেন্স দিয়েছিল। আপনারা সবাই অশিক্ষিত।” শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, উপযুক্ত সময় এলেই এই মাফিয়াদের ডেরায় বুলডোজার চালানো হবে।

দিল্লির ‘নমুনা’ ও অখিলেশকে কটাক্ষ বক্তব্যের মাঝেই দিল্লির আম আদমি পার্টি এবং উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতাদের তুলনা টেনে যোগী বলেন, দেশে দুটি ‘নমুনা’ আছে। বিরোধী দলনেতাকে আক্রমণ করে তিনি বলেন, এখানকার ‘বাবুয়া’ (অখিলেশ যাদব) শীঘ্রই ইংল্যান্ড ভ্রমণে যাবেন। এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে সপা বিধায়করা সংসদ থেকে ওয়াকআউট করেন।

পাল্টা তোপ অতুল প্রধানের অন্যদিকে, সপা বিধায়ক অতুল প্রধান অভিযোগ তুলেছেন যে, এই কেলেঙ্কারিতে বিজেপির ঘনিষ্ঠরা জড়িত বলেই ১৮ মাস ধরে এসটিএফ (STF) তদন্তে কোনো অগ্রগতি হচ্ছে না। সব মিলিয়ে কাশির সিরাপ বিতর্ককে কেন্দ্র করে লখনউয়ের বিধানসভা এখন সরগরম।