“এটা সাবোটাজ নয় তো?” নেতাজি ইন্ডোরে মাইক বিভ্রাটে মেজাজ হারালেন মমতা, পুলিশকে কড়া ধমক!

সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের বুথস্তরের এজেন্টদের (BLA) সম্মেলনে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য চলাকালীন মাইকে বারবার ইকো ও যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “এটা সাবোটাজ হচ্ছে না তো?” অডিও সিস্টেমের অব্যবস্থা নিয়ে সরাসরি পুলিশ প্রশাসন ও সাউন্ড কর্মীদের কাঠগড়ায় তোলেন তিনি। এমনকি প্রস্তুতিতে খামতি থাকায় মঞ্চেই উগরে দেন ক্ষোভ।
তবে সভার মূল লক্ষ্য ছিল ভোটার তালিকা সংশোধন। কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে মমতা অভিযোগ করেন, চক্রান্ত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। তিনি বলেন, “খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষ নাম আগেই বাদ গেছে, এখন দেড় কোটি নাম বাদ দেওয়ার ছক চলছে। সব কিছুর একটা সীমা থাকে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘অপপদার্থ’ বলে আক্রমণ করে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিএলও অ্যাপে রোজ নিয়ম বদলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ২০০২ সালের এপিক নম্বরের সাথে বর্তমান তথ্যের অমিল নিয়েও সরব হন তিনি।
তৃণমূলনেত্রী স্পষ্ট জানান, ২০২৬-এর আগে ভোটার তালিকায় কোনো কারচুপি সহ্য করা হবে না। ডিলিমিটেশন এবং ভাষা সমস্যার অজুহাতে গরিব মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টার বিরুদ্ধে সরব হতে কর্মীদের নির্দেশ দেন তিনি। একইসাথে তিনি প্রশ্ন তোলেন, “শুনানির ভেন্যু কোথায় হবে তার ঠিক নেই, গুজরাটের লোকেরা এসে বাংলায় ভোট করবে নাকি?” আগামী দিনে এই ইস্যুতে এলাকা ভিত্তিক শান্তিপূর্ণ মিছিলের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।