মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনে বিভ্রাট! দাউ দাউ বিপদের হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা, ফিরল দিল্লিতে

সোমবার ভোরে দিল্লি থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে (AI887) যান্ত্রিক গোলযোগের জেরে ছড়াল চরম আতঙ্ক। বোয়িং ৭৭৭ বিমানটি ভোর ৩টে ২০ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই পাইলটরা লক্ষ্য করেন, ডান দিকের ইঞ্জিনে অয়েল প্রেশার বিপজ্জনকভাবে কমে যাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তেলের চাপ শূন্যে নেমে আসে, যা বড়সড় ইঞ্জিন বিকল হওয়ার ইঙ্গিত।

বিপদ বুঝে আর ঝুঁকি নেননি পাইলটরা। দ্রুত বিমানটি ঘুরিয়ে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌভাগ্যবশত, বিমানে থাকা সকলেই সম্পূর্ণ নিরাপদ এবং সুস্থ রয়েছেন। ইঞ্জিনে তেলের অভাব হলে সেটি অতিরিক্ত গরম হয়ে আগুন লাগার সম্ভাবনা থাকে, তবে পাইলটদের তৎপরতায় সেই আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে।

উক্ত বিমানের যাত্রীদের মুম্বই পৌঁছানোর জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে ক্ষতিগ্রস্ত বিমানটিকে যান্ত্রিক পরীক্ষার জন্য রাখা হয়েছে। বারবার এয়ার ইন্ডিয়ার বিমানে এমন যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমান রক্ষণাবেক্ষণ ও যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।