নিজামউদ্দিন আউলিয়া কি ‘পূর্ব পাকিস্তানি’? মঞ্চে ইতিহাস গুলিয়ে চরম ট্রোলের মুখে গায়িকা পৌষালী!

বাংলার জনপ্রিয় লোকসংগীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় এবার এক গুরুতর তথ্যবিভ্রাটের জেরে নেটজনতার তীব্র কটাক্ষের মুখে পড়েছেন। সুফি সাধক হযরত নিজামউদ্দিন আউলিয়াকে নিয়ে একটি মঞ্চানুষ্ঠানে মন্তব্য করতে গিয়ে তিনি দাবি করেন, এই মহামানব শৈশবে মায়ের হাত ধরে ‘পূর্ব পাকিস্তান’ থেকে দিল্লিতে এসেছিলেন। আর এই এক কথাতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।
ইতিহাস বলছে, নিজামউদ্দিন আউলিয়ার জন্ম ১২৩৮ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের বদায়ুনে। সেই সময় তো বটেই, এমনকি তার কয়েকশো বছর পরেও পৃথিবীর মানচিত্রে ‘পাকিস্তান’ বা ‘পূর্ব পাকিস্তান’-এর কোনো অস্তিত্ব ছিল না। মজার বিষয় হলো, গান শুরুর আগে পৌষালী নিজেই দর্শকদের জানিয়েছিলেন যে আজকের দিনে গুগল থাকায় তথ্য যাচাই করা সহজ। অথচ নিজেই এমন ঐতিহাসিক ভুল করে বসায় নেটিজেনরা তাঁকে বিঁধতে ছাড়ছেন না। কেউ লিখেছেন, “নিজে গুগল করার কথা বলে এমন ভুল কীভাবে করলেন?”, আবার কেউ মনে করিয়ে দিয়েছেন ইতিহাসের প্রাথমিক পাঠ।
তবে বিতর্কের মাঝেও শিল্পীর অনুরাগী মহল তাঁর পাশেই দাঁড়িয়েছে। তাঁদের দাবি, অনিচ্ছাকৃত এই ভুলের জন্য পৌষালীর দীর্ঘদিনের সংগীত সাধনা বা তাঁর প্রতিভাকে খাটো করা উচিত নয়। এর আগে গায়িকা জোজোর সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে চর্চায় এসেছিলেন পৌষালী, আর এবার ইতিহাসের ভুল ব্যাখ্যায় ফের সংবাদ শিরোনামে ‘সারেগামাপা’ খ্যাত এই গায়িকা।