ময়নাতদন্তের রিপোর্ট পেতে আর কালঘাম ছুটবে না! পুলিশের নতুন পোর্টালে এক ক্লিকেই মিলবে সমাধান

অস্বাভাবিক মৃত্যু বা কোনো দুর্ঘটনার পর ময়নাতদন্তের রিপোর্ট সংগ্রহ করতে গিয়ে স্বজনহারা পরিবারকে আর হয়রানির শিকার হতে হবে না। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের পক্ষ থেকে চালু করা হলো একটি অত্যাধুনিক অনলাইন পোস্টমর্টেম পোর্টাল। এখন থেকে wbpmr.kolkatapolice.org ওয়েবসাইটে গিয়ে ঘরে বসেই ময়নাতদন্তের বিস্তারিত রিপোর্ট ডাউনলোড করা যাবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পোর্টাল ব্যবহারের পদ্ধতি অত্যন্ত সহজ। ওয়েবসাইটের হোম পেজে গিয়ে ‘Download P.M. Report’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে সাবমিট করলে মোবাইলে একটি ওটিপি (OTP) আসবে। ওটিপি ভেরিফাই করার পর সংশ্লিষ্ট জেলার শবাগার (Morgue), ময়নাতদন্তের নম্বর এবং তারিখ দিলেই স্ক্রিনে ফুটে উঠবে পূর্ণাঙ্গ রিপোর্ট। সেখান থেকেই এটি প্রিন্ট বা সেভ করে নেওয়া যাবে।

নাগরিক পরিষেবা আরও স্বচ্ছ ও দ্রুত করার লক্ষ্যে পুলিশের এই ডিজিটাল উদ্যোগকে স্বাগত জানিয়েছে ওয়াকিবহাল মহল। এর ফলে রিপোর্ট পাওয়ার দীর্ঘ প্রতীক্ষা যেমন কমবে, তেমনই কমবে দালালদের দৌরাত্ম্য। পুলিশের দাবি, আধুনিক প্রযুক্তির এই ব্যবহার সাধারণ মানুষের মানসিক চাপ কমাতে সাহায্য করবে।