মাত্র ৩টি প্যাঁচে কেল্লাফতে! টাই বাঁধার এই জাদুকরী কৌশল আগে জানলে জীবন বদলে যেত।

অফিসে যাওয়ার আগে বা কোনো পার্টিতে যাওয়ার তাড়াহুড়োয় টাইয়ের গিঁট পাকাতে গিয়ে হিমশিম খান না, এমন মানুষ খুঁজে পাওয়া দায়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্র ১২ সেকেন্ডের একটি ভিডিও আপনার এই আজীবনের সমস্যার সমাধান করে দিতে পারে। এই ‘নিনজা টেকনিক’ দেখে নেটিজেনরা রীতিমতো স্তম্ভিত। সবার মুখে একটাই কথা— “ইশ! এটা আগে কেন জানতাম না?”
@TodayiLearned নামক এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে শেয়ার করা এই ভিডিওটিতে দেখানো হয়েছে, কীভাবে কোনো জটিলতা ছাড়াই মাত্র তিনটি চালে নিখুঁত টাই নট তৈরি করা যায়। স্কুল জীবনের ইলাস্টিক টাই থেকে পেশাগত জীবনের আসল টাইয়ে মানিয়ে নেওয়ার এই সহজ রাস্তা এখন নেটদুনিয়ার হট টপিক।
কীভাবে করবেন? ভিডিওর পদ্ধতি অনুযায়ী, প্রথমে টাইয়ের চওড়া অংশটি আপনার বাম হাতের তালুর ওপর রাখুন। এরপর হাত দিয়ে টাইটিকে তিনবার পেঁচিয়ে নিন। এবার আঙুল দিয়ে মাঝখানের অংশটি ধরে ওপরের দিকে টেনে দিলেই তৈরি হয়ে যাবে চমৎকার একটি নট।
How old were you when you learned how to tie a tie in only 3 moves? pic.twitter.com/oH8E2RvT2Z
— Today I Learned (@TodayiLearrned) December 19, 2025
এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, “ভেবেছিলাম এটা পৃথিবীর কঠিনতম কাজ, এখন তো দেখছি বাচ্চাদের খেলা!” আবার কেউ বলছেন, “মাত্র ১০ সেকেন্ডে টাই বাঁধা সম্ভব, সেটা ভাবতেই পারছি না।” প্রথাগত পদ্ধতিতে যেখানে কয়েক মিনিট নষ্ট হয়, সেখানে এই ৩-স্টেপ হ্যাক এখন সবার প্রিয়।