“অভিযোগ করবেন না!” কাশির সিরাপ পাচারকারীদের সরাসরি হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

উত্তরপ্রদেশে কোডিনযুক্ত কাশির সিরাপ পাচারের এক বিশাল চক্রের পর্দাফাঁস হতেই অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনউয়ের এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই চক্রের সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। অপরাধীদের অবৈধ সম্পত্তির ওপর বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “সময় এলে বুলডোজার চলবেই, তখন কেউ যেন অভিযোগ না করেন।”

মুখ্যমন্ত্রী জানান, এই অভিযানে এখনও পর্যন্ত ৭৯টি এফআইআর দায়ের করা হয়েছে এবং ২২৫ জনকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৭৮ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ১৩৪টি সংস্থায় তল্লাশি চালিয়ে প্রশাসন এক বিশাল নেটওয়ার্কের হদিশ পেয়েছে। যোগীর দাবি, তদন্তের শিকড় যত গভীরে পৌঁছাবে, বিরোধী দল সমাজবাদী পার্টির নেতাদের নাম তত প্রকাশ্যে আসবে।

এলাহাবাদ হাইকোর্টের সাম্প্রতিক রায়কে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে এই সিরাপ কেলেঙ্কারির বিচার হবে এনডিপিএস (NDPS) আইনের অধীনে। রাজ্য সরকার এই আইনি লড়াইয়ে জয়ী হওয়ায় অভিযুক্তদের আর পালানোর পথ থাকবে না। যুবসমাজকে মাদকের মরণফাঁদ থেকে বাঁচাতে সরকার কোনো আপস করবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।