সুখোই হবে আরও মারাত্মক! ‘সুপার-৩০’ অবতারে কাঁপবে শত্রুপক্ষ, বড় প্রস্তুতি বায়ুসেনার

ভারতীয় বিমান বাহিনীর (IAF) প্রধান শক্তি সুখোই-৩০ এমকেআই (Su-30MKI) যুদ্ধবিমান এক ঐতিহাসিক পরিবর্তনের পথে। ৮৪টি যুদ্ধবিমানকে ‘সুপার-৩০’ মডেলে উন্নীত করার জন্য নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (CCS) চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা থাকলেও, হাত গুটিয়ে বসে নেই বায়ুসেনা। বেঙ্গালুরুস্থিত সফটওয়্যার ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (SDI) ইতিমধ্যেই এই মিশনের জন্য উন্নতমানের দেশীয় সফটওয়্যার স্যুট তৈরির কাজ শুরু করে দিয়েছে।

এই আপগ্রেডের মূল লক্ষ্য হলো পুরনো রাশিয়ান প্রযুক্তির সাথে অত্যাধুনিক ভারতীয় প্রযুক্তির মেলবন্ধন ঘটানো। হ্যাল (HAL) এবং ডিআরডিও (DRDO)-র যৌথ প্রচেষ্টায় এই বিমানে যুক্ত হচ্ছে শক্তিশালী এসা (AESA) রাডার, যা বহুদূর থেকে শত্রুর ড্রোন বা স্টিলথ বিমান শনাক্ত করতে পারবে। এছাড়াও যুক্ত হচ্ছে ভারতে তৈরি ‘অস্ত্র’ (Astra MkII)-র মতো মারাত্মক দূরপাল্লার মিসাইল।

সম্পূর্ণ দেশীয় সফটওয়্যার হওয়ায় ভবিষ্যতে নতুন কোনো অস্ত্র যোগ করতে ভারতের আর রাশিয়ার অনুমতির প্রয়োজন হবে না। এই ‘আত্মনির্ভর’ পদক্ষেপ সুখোইকে আগামী ৩০ বছর আকাশের অপরাজেয় সম্রাট হিসেবে টিকিয়ে রাখবে।