“দেড় কোটি নাম বাদ? খোকাবাবুদের আবদার!” নেতাজি ইনডোরে বিজেপিকে তুলোধনা মমতার

নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিএলএ (BLA)-দের সভা থেকে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে রণংদেহি মেজাজে অবতীর্ণ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা—প্রতিটি ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ শানান তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট অভিযোগ করেন, “ভোট এলেই রাজ্যকে কালিমালিপ্ত করার চক্রান্ত শুরু হয়। দেড় কোটি নাম বাদ দেওয়ার দাবি তোলা হচ্ছে, এটা আসলে খোকাবাবুদের আবদার।”
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চলছে। বারবার অ্যাপ পরিবর্তন করে বিএলও-দের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। তাঁর কথায়, “বিজেপি সব এজেন্সিকে দালাল বানিয়ে ছেড়েছে। গণতন্ত্র ধ্বংস করাই ওদের লক্ষ্য।” প্রশাসনিক আধিকারিকদের সংবিধান মেনে চলার পরামর্শ দিয়ে তিনি আশ্বাস দেন যে রাজ্য সরকার কর্মীদের পাশে রয়েছে। নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে এই সংঘাত বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।