বাংলাদেশে বিএনপি নেতার বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু হলো ৭ বছরের মেয়ের

ছাত্রনেতা শরিফ উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বাংলাদেশ। সেই প্রতিহিংসার আগুনে লক্ষ্মীপুর জেলায় প্রাণ হারাল সাত বছরের এক নিরপরাধ শিশু। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতী আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। নৃশংসতার সীমা ছাড়িয়ে দুষ্কৃতীরা বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল, যাতে কেউ বেরোতে না পারে।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হয়েছে বেলালের ছোট মেয়ে আয়েশা আক্তারের। গুরুতর দগ্ধ অবস্থায় তার দুই দিদি সালমা (১৬) ও সামিয়া (১৪) বর্তমানে ঢাকায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। জখম হয়েছেন বেলাল নিজেও। পরিবারের দাবি, রাত ১টা নাগাদ পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রনেতা হাদির মৃত্যুর পর এটি ছিল অশান্তির তৃতীয় দিন। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলাগুলোতে চলছে দাঙ্গা ও ভাঙচুর। আক্রান্ত হয়েছে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’-এর মতো সংবাদমাধ্যমের অফিস। এমনকি ভারতের কূটনৈতিক মিশনের সামনেও বিক্ষোভের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে।