‘চিকেনস নেক নিয়ে ভারতকে হুমকি বিপজ্জনক…’ ইউনূসকে আক্রমণ করলেন হাসিনা?

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বা ‘সেভেন সিস্টার্স’ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ করিডর নিয়ে বাংলাদেশের চরমপন্থী নেতাদের ক্রমাগত হুমকির কড়া প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ধরনের উস্কানিমূলক মন্তব্যকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেই বাংলাদেশে উগ্রপন্থী শক্তিগুলো নিজেদের প্রভাব বাড়িয়ে নিয়েছে।

হাসিনা এক সাক্ষাৎকারে স্পষ্ট জানান, যে ভারতের ওপর বাণিজ্য, যাতায়াত এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশ সরাসরি নির্ভরশীল, সেই দেশকে হুমকি দেওয়া কোনো দায়িত্বশীল নেতার কাজ হতে পারে না। তাঁর মতে, “সেভেন সিস্টার্স বা শিলিগুড়ি করিডর দখলের মতো অলীক কল্পনা আদতে বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী। এর মাধ্যমে ভারতের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক নষ্ট করা হচ্ছে, যা শেষ পর্যন্ত বাংলাদেশেরই ক্ষতি করবে।”

আওয়ামী লীগ নেত্রীর দাবি, এই উগ্রপন্থী কণ্ঠস্বর কোনোভাবেই সাধারণ বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করে না। কারণ, দেশের মানুষ জানে যে তাঁদের নিরাপত্তা ও সমৃদ্ধি ভারতের সঙ্গে বন্ধুত্বের ওপর টিকে রয়েছে। হাসিনা আরও যোগ করেন যে, বর্তমানে চরমপন্থীরা ইউনূস প্রশাসনের প্রশ্রয়ে এসব মনগড়া দাবি তুললেও, দেশে গণতন্ত্র ফিরলে এই ধরনের বেপরোয়া ও দায়িত্বহীন বক্তব্য চিরতরে বন্ধ হয়ে যাবে। ভারতের নিরাপত্তা উদ্বেগ যে সঙ্গত, তাও মনে করিয়ে দিয়েছেন তিনি।