হিন্দু হত্যা, সংবাদ অফিসে আগুন, বাংলাদেশের অরাজকতা নিয়ে মুখ খুললেন হাসিনা

কট্টরপন্থী নেতা ওসমান হাদির মৃত্যু এবং বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এএনআই-কে দেওয়া এক ইমেল সাক্ষাৎকারে তিনি সরাসরি আঙুল তুলেছেন মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দিকে। হাসিনা দাবি করেন, “বাংলাদেশে এখন আইনের শাসন নেই। ইউনূস প্রশাসন চরমপন্থীদের আশ্রয় দিচ্ছে, যা দক্ষিণ এশিয়ার শান্তির জন্য বড় হুমকি।”
ওসমান হাদির মৃত্যু প্রসঙ্গে হাসিনা বলেন, তাঁর সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন দ্বিগুণ খারাপ হয়েছে। বর্তমান সরকার হিংসা দমনে পুরোপুরি ব্যর্থ। তিনি অভিযোগ করেন, ইউনূস কোনো রাজনীতিবিদ নন এবং দেশ চালানোর অভিজ্ঞতা তাঁর নেই। বরং জেল থেকে মুক্ত সন্ত্রাসবাদীদের ক্যাবিনেটে বসিয়ে চরমপন্থাকে উসকে দেওয়া হচ্ছে।
ভারতের সঙ্গে তলানিতে ঠেকে যাওয়া কূটনৈতিক সম্পর্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ‘মুজিব-কন্যা’। তাঁর মতে, দশকের পর দশক ধরে তৈরি হওয়া দুই দেশের বন্ধুত্ব আজ ধ্বংসের মুখে। সীমান্তে অশান্তি এবং সংখ্যালঘুদের ওপর লাগাতার হামলা আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। হাসিনা স্পষ্ট জানান, “ইউনূস সরকার উগ্রবাদীদের ‘যোদ্ধা’ তকমা দিয়ে ছাড় দিচ্ছে, যার ফলে ভারতীয় দূতাবাসে হামলা ও ভারত-বিরোধী হাওয়া জোরালো হচ্ছে।” তবে তিনি আশাবাদী যে, বাংলাদেশে স্থায়ী গণতান্ত্রিক সরকার ফিরলে দিল্লির সঙ্গে ঢাকার মৈত্রী আবারও দৃঢ় হবে।