মোদীর সভায় গিয়ে মর্মান্তিক পরিণতি! মুর্শিদাবাদের ৩ বাসিন্দার মৃত্যুতে তোলপাড় রাজনীতি

প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় মুর্শিদাবাদের তিন বাসিন্দার মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। একদিকে যখন শোকস্তব্ধ পরিবারগুলির পাশে দাঁড়াতে দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রেলমন্ত্রক এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে পূর্ব রেলের কাছে।
ভোররাতের সেই ভয়াবহ দুর্ঘটনা: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে মুর্শিদাবাদ থেকে প্রায় ৪০ জনের একটি দল শুক্রবার রাতে নদিয়ার তাহেরপুরে পৌঁছয়। শনিবার ভোরে তাহেরপুর স্টেশনের কাছে রেললাইনের ধারে প্রাতঃকৃত্য সারতে গিয়েছিলেন কয়েকজন। সেই সময় দ্রুতগতির একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। মৃতরা হলেন মুক্তিপ্রদ সূত্রধর (৫৫), রামপ্রসাদ ঘোষ (৬৫) এবং ভৈরব ঘোষ (৬২)। এঁদের বাড়ি বড়ঞা থানা এলাকায়।
রাজনৈতিক তৎপরতা ও শোক: ঘটনার খবর পাওয়ামাত্রই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তাঁর নির্দেশে ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম-সহ একাধিক নেতা দ্রুত মৃতদের বাড়িতে পৌঁছে সমবেদনা জানান। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
রেলের পদক্ষেপ: দুর্ঘটনাটি কীভাবে ঘটল এবং নিরাপত্তার কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রেলমন্ত্রক। পূর্ব রেলের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। শোকাতুর মুর্শিদাবাদ এখন নিথর দেহের অপেক্ষায়।