শাহরুখ-দীপিকার গভীর চুম্বনের ছবি ফাঁস! ‘কিং’-এর শুটিং সেট থেকে ভাইরাল ভিডিওর আসল সত্যিটা কী?

২০২৬ সালের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা হতে চলেছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘কিং’। অ্যাকশন-থ্রিলার এই ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে শাহরুখ-দীপিকার একটি অন্তরঙ্গ ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, লাল শাড়িতে মোহময়ী দীপিকাকে পেছন থেকে জড়িয়ে ধরেছেন কিং খান এবং পরবর্তী দৃশ্যেই তাঁদের গভীর চুম্বনে লিপ্ত হতে দেখা যাচ্ছে।
এই দৃশ্য ভাইরাল হতেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে যায়। অনেকেই ভেবে বসেন, ‘কিং’ সিনেমার শুটিং সেট থেকেই হয়তো এই রোম্যান্টিক দৃশ্যটি ফাঁস হয়ে গিয়েছে। কিন্তু ছবির সত্যতা সামনে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। আসলে ভাইরাল হওয়া এই দৃশ্যটি কোনো সিনেমার অংশ নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে তৈরি করা একটি ‘ডিপফেক’ ভিডিও।
এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ শাহরুখ-দীপিকা ভক্তরা। ভিডিওটি একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হলেও নেটিজেনদের দাবি, প্রিয় অভিনেতার নামে প্রোফাইল খুলে এমন কুরুচিকর এডিট করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন ইউজার লিখেছেন, “এআই ব্যবহার করে মানুষের অভিব্যক্তিহীন এমন ভিডিও তৈরি করা অপরাধ।” মূলত ভিডিওটিতে তারকাদের মুখের কোনো স্বাভাবিক ভাব না থাকায় সহজেই ধরা পড়ে যায় এটি এডিট করা। সিনেমার কাজ শুরু হওয়ার আগেই এমন ঘটনায় এখন উত্তাল বলিউড পাড়া।