বিলাসবহুল গাড়ির বহর দেখে থ খোদ ইডি! শিলিগুড়ির সূত্রে জালে দেশের নামী ইউটিউবার, বাজেয়াপ্ত ১০ কোটির সম্পত্তি

সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট টিপস দিয়ে লাখ লাখ ফলোয়ার জয় করেছিলেন, কিন্তু নেপথ্যে চলছিল কোটি কোটি টাকার অবৈধ বেটিং চক্র! উত্তরপ্রদেশের উন্নাওয়ের জনপ্রিয় ইউটিউবার অনুরাগ দ্বিবেদীর সাম্রাজ্যে হানা দিয়ে চক্ষু চড়কগাছ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর কর্তাদের। তল্লাশিতে উদ্ধার হয়েছে ৪ কোটি টাকার ল্যাম্বর্ঘিনি, বিএমডব্লিউ এবং মার্সিডিজ বেঞ্জের মতো একাধিক বিলাসবহুল গাড়ি।
তদন্তের সূত্রপাত হয়েছিল এ রাজ্য থেকেই। শিলিগুড়িতে একটি অবৈধ বেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগ ওঠার পর পশ্চিমবঙ্গ পুলিশ এফআইআর দায়ের করে। সেই সূত্র ধরেই তদন্তে নামে ইডি। অভিযোগ, অনুরাগ সোশ্যাল মিডিয়ায় ওই অবৈধ অ্যাপের প্রচার চালাতেন এবং বিনিময়ে পাওয়া কোটি কোটি টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করতেন।
বর্তমানে দুবাইয়ে বিলাসবহুল জীবন কাটানো অনুরাগের বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি হতে পারে। সম্প্রতি দুবাইয়ে তাঁর এলাহি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছিল। বুধবার উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইডি ৪ কোটি টাকার গাড়ি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩ কোটি টাকা-সহ মোট ১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।