বাবার দায়িত্ব পালন করতে গিয়ে একি দশা ভিকির! পুরস্কার হাতে নিয়ে ছেলের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ অভিনেতা

বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ থেকে এখন তিনি পুরোপুরি ফ্যামিলি ম্যান। গত মাসেই ভিকি-ক্যাটরিনার ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। সম্প্রতি ‘ছাবা’ ছবির জন্য বর্ষসেরা অভিনেতার পুরস্কার জিতলেন ভিকি কৌশল। তবে মঞ্চে উঠে ট্রফি হাতে নিয়ে সিনেমার সংলাপ নয়, বরং নিজের নতুন বাবার জীবন নিয়েই মন উজাড় করলেন অভিনেতা।

পুরস্কার হাতে নিয়ে ভিকি বলেন, “এই সম্মান আমার পরিবারের জন্য এবং আমার সেই ছোট্ট আশীর্বাদের জন্য। বাবা হওয়ার পর ওকে ছেড়ে প্রথমবার শহরের বাইরে আসাটা ভীষণ যন্ত্রণার। কিন্তু জানি, ও বড় হয়ে যখন এটা দেখবে, তখন বাবার জন্য গর্ব করবে।” বাবার হওয়ার চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করতেই মজার ছলে ভিকি জানান, বর্তমানে তিনি অভিনয়ের চেয়ে ডায়াপার বদলাতেই বেশি ব্যস্ত এবং আগ্রহী!

২০২১-এ রাজকীয় বিয়ের পর চলতি বছরের নভেম্বরেই ক্যাটরিনা ও ভিকি তাঁদের জীবনের সেরা উপহার পেয়েছেন। কাজের ফ্রন্টে ‘ছাবা’র সাফল্যের পর ভিকিকে দেখা যাবে বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। তবে আপাতত ডায়াপার ডিউটি আর ‘ম্যাজিকাল’ রাতগুলিই তাঁর কাছে সবচেয়ে দামি।