শনিবার বড় খবর! হু হু করে দাম বাড়ার মাঝেই স্বস্তি দিল সোনা ও রুপো, আজ কত হল দর?

আজ শনিবার, সপ্তাহান্তের শুরুতেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। ক্রমাগত ঊর্ধ্বমুখী গ্রাফের মাঝে আজ কলকাতা-সহ দেশের বাজারে সামান্য কমল সোনা ও রুপোর দাম। যেখানে ২০২৬ সালে সোনার দাম আরও ১৬% বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা, সেখানে আজকের এই পতন মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়েছে।

আজ কলকাতায় ২২ ক্যারাট সোনার প্রতি গ্রামে ৫ টাকা দাম কমে দাঁড়িয়েছে ১২,৬৫৫ টাকায়। অর্থাৎ, ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১,২৬,৫৫০ টাকা। একইভাবে ২৪ ক্যারাট সোনার দামও প্রতি ১০ গ্রামে ৫০ টাকা কমেছে, আজকের বাজার দর ১,৩৩,১৫০ টাকা।

রুপোর বাজারেও আজ বড় চমক। এক ধাক্কায় প্রতি কেজিতে ৯০০ টাকা দাম কমেছে রুপোর। আজ ১ কেজি রুপোর বর্তমান বাজার দর ২,০১,১০০ টাকা। বিশেষজ্ঞ মহলের মতে, আকাশছোঁয়া দামের মাঝে এই সামান্য স্বস্তি সোনা প্রেমীদের জন্য কেনাকাটার ভালো সুযোগ হতে পারে।