কুয়াশার কবলে মোদির কপ্টার! ল্যান্ডিং বিভ্রাটে থমকাল সভা, তবে কি সড়কপথেই তাহেরপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী?

শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে পা রাখলেও কুয়াশার দাপটে বড়সড় বিঘ্ন ঘটল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রানাঘাট সফরে। সকাল ১০টা ৩৩ মিনিটে বিশেষ বিমানে কলকাতায় নামেন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মুখ্যসচিব মনোজ পন্থ। কিন্তু এর পরেই ঘটে বিপত্তি। ১১টা ১৫ মিনিটে কলকাতা থেকে হেলিকপ্টারে তাহেরপুরের উদ্দেশে রওনা দিলেও ঘন কুয়াশার কারণে কপ্টার নামতে না পেরে ফের কলকাতায় ফিরে আসতে বাধ্য হয়। বর্তমানে জল্পনা চলছে, আকাশপথ এড়িয়ে সড়কপথেই মতুয়া গড়ে পৌঁছাতে পারেন মোদি।

এদিকে প্রধানমন্ত্রীর অপেক্ষায় থাকা তাহেরপুরের সভা ইতিমধ্যেই সরগরম। সভাস্থলে পৌঁছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হুঙ্কার দিয়ে বলেন, “২০২৬-এ বিকশিত পশ্চিমবঙ্গ গড়াই আমাদের লক্ষ্য।” উল্লেখ্য, প্রায় ৬ বছর আগে এই মাঠেই সিএএ কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি, যা তিনি পূরণ করেছেন। আজ ৩,২০০ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা তাঁর। ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর-বড়জাগুলি অংশের ৪ লেন প্রকল্পের কাজ শেষ হয়েছে, যা আজ জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।