২৫ ডিসেম্বর নয়, ৭ জানুয়ারি বড়দিন! জানুন কোন কোন দেশে ক্রিসমাস নিষিদ্ধ এবং কেন

শুরু হয়ে গেছে বড়দিনের কাউন্টডাউন। ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশ্বজুড়ে যখন উৎসবের আমেজ, তখন জানলে অবাক হবেন যে পৃথিবীর সব দেশ এই দিনে বড়দিন পালন করে না। এমনকি বেশ কিছু দেশে ক্রিসমাস উদযাপন সম্পূর্ণ নিষিদ্ধ!

রাশিয়া, মিশর, ইউক্রেন এবং কাজাখস্তানের মতো দেশগুলোতে ২৫ ডিসেম্বর নয়, বরং ৭ জানুয়ারি বড়দিন পালন করা হয়। অন্যদিকে, মুসলিম অধ্যুষিত দেশ যেমন আফগানিস্তান, লিবিয়া, সোমালিয়া এবং উজবেকিস্তানে বড়দিনের কোনো আমেজ দেখা যায় না। ইরানে তো বড়দিন উদযাপন কার্যত নিষিদ্ধ। এমনকি চিনেও ১৯৪৯ সাল থেকে খ্রিস্টধর্ম ও বড়দিনের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে; সেখানে প্রকাশ্যে ক্যারল গাওয়ার অনুমতি নেই। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায়, একসময় ইংল্যান্ডেও অলিভার ক্রমওয়েল বড়দিন নিষিদ্ধ করেছিলেন। ভারতের মতো দেশে ২৫ ডিসেম্বর সরকারি ছুটি থাকলেও, বিশ্বের এই বৈচিত্র্যময় রীতি এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়।