বেটিং অ্যাপ কাণ্ডে মিমি-অঙ্কুশের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি! তালিকায় সোনু সুদ ও উর্বশীও

বছরের শেষে টলিউডে ইডির বড়সড় ধামাকা! বেআইনি অনলাইন বেটিং অ্যাপ ‘১ এক্সবেট’ (1XBet) সংক্রান্ত অর্থপাচার মামলায় জড়িয়ে পড়লেন টলি-সুন্দরী মিমি চক্রবর্তী এবং অভিনেতা অঙ্কুশ হাজরা। শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এই দুই তারকার লক্ষাধিক টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, যা নিয়ে বিনোদন জগত থেকে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ, বেটিং অ্যাপের প্রচার ও আনুষঙ্গিক কাজের বিনিময়ে প্রাপ্ত অর্থ আসলে ‘অপরাধলব্ধ আয়’। ইডির দেওয়া তথ্য অনুযায়ী, অভিনেত্রী মিমি চক্রবর্তীর ৫৯ লক্ষ টাকা এবং অঙ্কুশ হাজরার ৪৭.২০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কেবল টলিউড নয়, এই তালিকায় নাম রয়েছে একাধিক হেভিওয়েট বলিউড তারকারও। সোনু সুদের ১ কোটি, উর্বশী রাউতেলার ২.০২ কোটি এবং নেহা শর্মার ১.২৬ কোটি টাকার সম্পত্তিও অ্যাটাচ করা হয়েছে। তালিকায় ক্রিকেটার রবিন উথাপ্পার নামও রয়েছে।
জানা গিয়েছে, এই মামলার তদন্তে মিমি ও অঙ্কুশকে দিল্লিতে গিয়ে হাজিরা দিতে হয়েছিল। ইডির দাবি, তারকাদের অ্যাকাউন্টে আসা এই বিপুল অর্থের সঠিক উৎস উল্লেখ ছিল না। বর্তমানে প্রভিশনাল অ্যাটাচমেন্ট অর্ডার জারি করে মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। একদিকে যখন মিমি তাঁর নতুন কাজের প্রচার নিয়ে ব্যস্ত, ঠিক তখনই ইডির এই কঠোর পদক্ষেপ তাঁর কেরিয়ারে বড়সড় অস্বস্তি তৈরি করল।