ফাইনালে ফের ভারত-পাক মহারণ! শ্রীলঙ্কাকে উড়িয়ে খেতাবের দোরগোড়ায় টিম ইন্ডিয়া

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আবারও সেই বহু প্রতীক্ষিত মহারণ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সামনে রেখেই ফাইনালে জায়গা করে নিল ভারত। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে ট্রফির দিকে আরও একধাপ এগিয়ে গেলেন নীল জার্সিধারীরা।

দুবাইতে বৃষ্টির দাপটে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ২০ ওভার করা হয়েছিল। টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। চামিকা হিনাতিগালার ৪২ এবং অধিনায়ক বিমাথ দিনসারার ৩২ রানের সৌজন্যে নির্ধারিত ওভারে ১৩৮ রান তোলে লঙ্কানরা। ভারতের হয়ে হেনিল পটেল ও কনিষ্ক চৌহান ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দ্রুত দুই ওপেনার বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রেকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল ভারত। বিশেষ করে আইপিএল নিলামে সাড়া জাগানো বৈভব সূর্যবংশীর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে মিডল অর্ডারে রক্ষাকর্তা হয়ে দাঁড়ান অ্যারন জর্জ এবং বিহান মলহোত্র। দুজনের অনবদ্য জোড়া অর্ধশতরানে ভর করে অনায়াসেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তানও। আগামী রবিবার হাই-ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হবে এই দুই চিরশত্রু।