মমতার ১৫ বছরের ম্যাজিক! প্রকাশিত হলো ‘উন্নয়নের পাঁচালি’, এক ক্লিকেই জানুন বাংলার সাফল্যের খতিয়ান

গত দেড় দশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা কতটা বদলেছে? শিক্ষা, স্বাস্থ্য থেকে নারী সুরক্ষা—ঠিক কোন কোন খাতে এল বিরাট সাফল্য? এবার সেই সমস্ত খতিয়ান সাধারণ মানুষের হাতের মুঠোয়। শুক্রবার নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো রাজ্য সরকারের বিশেষ রিপোর্ট কার্ড ‘উন্নয়নের পাঁচালি’। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে এই ঐতিহাসিক দলিলটি জনসমক্ষে আনেন।

মুখ্যসচিব জানান, গত ২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী নিজেই এই রিপোর্ট কার্ডের রূপরেখা দিয়েছিলেন। তাঁর নির্দেশেই ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত সরকারের সাড়ে ১৪ বছরের কাজের পুঙ্খানুপুঙ্খ বিবরণ মলাটবন্দি করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও প্রশাসনিক ব্যস্ততার কারণে কিছুটা দেরি হলেও, এখন এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। বইটিতে নারী ক্ষমতায়ন, স্বাস্থ্যসাথী, কৃষক উন্নয়ন এবং শিল্পায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলাদা অধ্যায়ে বিন্যস্ত করা হয়েছে।

বিশেষ বিষয় হলো, এই রিপোর্ট কার্ডটি বাংলা ও ইংরেজি ছাড়াও হিন্দি, উর্দু ও নেপালি সহ মোট ৬টি ভাষায় পাওয়া যাবে। এমনকি ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে বইটির ই-ভার্সনও প্রকাশ করা হয়েছে। সরকারি ওয়েবসাইট থেকে যে কেউ এটি ডাউনলোড করতে পারবেন। নবান্ন সূত্রে খবর, প্রতিটি ব্লকে এই বই পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে, যাতে সরকারের স্বচ্ছতা ও উন্নয়নের বার্তা রাজ্যের প্রতিটি কোণায় পৌঁছে যায়।