শীতের আমেজে রেল বিপর্যয়! উৎসবের মুখে হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, চরম দুর্ভোগের আশঙ্কা

বড়দিন আর ইংরেজি নতুন বছরের আনন্দ উপভোগের আগেই বড়সড় বিপাকে হাওড়া ডিভিশনের রেলযাত্রীরা। ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও পাওয়ার ব্লকের কারণে আগামী ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দফায় দফায় বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। বিশেষ করে ব্যান্ডেল-কাটোয়া শাখায় এই রেল ব্লকের প্রভাব পড়বে সবথেকে বেশি। পূর্ব রেল জানিয়েছে, টানা ১০ দিন পর্যায়ক্রমে ২১০ মিনিট করে ট্রাফিক ব্লক নেওয়া হবে।

২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ব্যান্ডেল-কাটোয়া রুটে ৩৭৭৪৯ ও ৩৭৭৪৮ লোকাল সম্পূর্ণ বাতিল থাকবে। এছাড়া ২৭, ৩০ এবং ৩১ ডিসেম্বরও একাধিক ট্রেন বাতিলের তালিকায় রয়েছে। শুধু বাতিল নয়, কাটোয়া-হাওড়া লোকালসহ বেশ কিছু ট্রেনের সময়সূচিতেও বড় পরিবর্তন আনা হয়েছে। এমনকি নবদ্বীপ ধাম-মালদা টাউন এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে। উৎসবের মরশুমে অফিসযাত্রী থেকে শুরু করে পর্যটক— সকলের জন্যই এই সফর হতে চলেছে রীতিমতো চ্যালেঞ্জিং।